চিকিৎসা করিয়ে হাসপাতাল থেকে ফেরার পথে ফের দুর্ঘটনায় জখম দুই প্রৌঢ়া

21st March 2021 1:24 pm বাঁকুড়া
চিকিৎসা করিয়ে হাসপাতাল থেকে ফেরার পথে ফের দুর্ঘটনায় জখম দুই প্রৌঢ়া


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  চিকিৎসা করে অসুস্থতা কাটিয়ে হাসপাতাল থেকে ফেরার পথে ফের দুর্ঘটনার কবলে দুই প্রৌঢ়া। রবিবার সকালে বাঁকুড়ার জয়পুর বাজারের কাছে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন দুই প্রৌঢ়া। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে জয়পুর হাসপাতাল থেকে ছাড়া পান এক মহিলা, আর তাকে নিয়ে তারই এক আত্মীয় টোটোতে করে বাড়ি ফিরছিলেন। আর জয়পুর কুম্ভস্থল থেকে কৃষকবাজারগামী এই টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি অন ডিউটি গাড়ির। আরো জানা গেছে একটি গাড়িকে সাইড দিতে গিয়ে বিষ্ণুপুর থেকে কোতুলপুরগামী এই সরকারি গাড়িটি ধাক্কা মারে টোটোর মুখে। আর এই দুর্ঘটনার ফলে গুরুতরভাবে জখম হন দুই টোটো আরোহী । দুর্ঘটনার কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছান জয়পুর থানার পুলিশ। আর ঘটনাস্থলে এসে আহত দুই মহিলাকে ফের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে তারা, পাশাপাশি এলাকার পরিস্থিতিও সামাল দেয়।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।